আজকাল ওয়েবডেস্ক: চীনে ঘটে গেল এক চমকে দেওয়া ঘটনা। মাত্রাতিরিক্ত চুলকানির কারণে নিজের মূত্রনালিতে মোবাইল ফোনের চার্জার ঢুকিয়ে ফেললেন এক ৬০ বছর বয়সী বৃদ্ধ! ঘটনাটি ঘটেছে চীনের দালিয়ান শহরে, যেখানে ওই ব্যক্তি এক মিটার লম্বা চার্জার কেবল নিজের প্রস্রাবের ছিদ্রে প্রবেশ করান — শুধুমাত্র ‘আরাম’ পাওয়ার আশায়।
প্রথমে চার্জারটি সহজেই প্রবেশ করলেও পরে সেটি আর বের করতে পারেননি তিনি। ব্যথা ও রক্তক্ষরণের মধ্যে পড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালের চিকিৎসকেরা স্ক্যান করে দেখতে পান, কেবলটি ভিতরে গিয়ে তার মূত্রথলির মধ্যে জট পাকিয়ে গেছে।
চিকিৎসকদের বরাতে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই প্রোস্টেট সমস্যায় ভুগছিলেন এবং তীব্র চুলকানির কারণে তিনি এই অদ্ভুত উপায় বেছে নেন। চার্জারটি ধুয়ে ফেললেও জীবাণুমুক্ত করার প্রয়োজন মনে করেননি তিনি। ফলে সংক্রমণের আশঙ্কাও দেখা দেয়।
অবশেষে, অভিজ্ঞ সার্জনদের একটি সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের মাধ্যমে কেবলটি সফলভাবে বের করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, একটু দেরি হলেই মারাত্মক ক্ষতি হতে পারত। বৃদ্ধ নিজের ‘ভুল’ স্বীকার করে বলেছেন, তিনি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না।
চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেন, শরীরের যেকোনো অস্বাভাবিকতা বা সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নইলে বিপদের মাত্রা বেড়ে যেতে পারে।
